রঙে রঙ লাগে ফাগুনে, পলাশ ফুটিল ফাঁকা ডালে
কুহু কুহু রবে ভরিল মন, নতুনের এক আহ্বানে;
ঝরিল পাতা বৃক্ষ কুলে, ঝরিয়ে সব'ই পুরাতনে
বিরহ মনে,মনের উদাসে_ ভ্রমর মাতিল যে গুঞ্জনে!
কোথা হতে মন হারিয়ে সবে, আনন্দে ভরে ওঠে
নব পল্লবে,নব কুসুমে শোভিত আম্রমুকুল যে ডালে;
নব বধূ সাজে,সাজে বসুন্ধরা, ছড়িয়ে রূপের মাধুরী
খুশির রঙে দেখি যে তারে, দেখি যে নয়ন মেলে!
ফাগুনের চাঁদ আকাশে হাসে, ছড়িয়ে হাজার জ্যোতি
রঙে'তে রঙ মেখে যায় মন, বসন্তে'র রঙে রাঙিয়ে;
সব কিছু ভুলে মেতে উঠি যে, চাঁচরে আগুন জ্বালিয়ে
রঙ বেরঙে নতুন সাজে, যায় যে মন রঙে'তে হারিয়ে!
0 মন্তব্যসমূহ