ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

স্বজন -রহিত ঘোষাল


আবার বৃষ্টি শুরু হলো,
আমাদের এই নদীপ্রধান দেশে,
আমাদের পরিযায়ী অস্তিত্বে,
এখনো দীর্ঘপথ পাড়ি দেওয়া বাকি,
আমাদের এই বিভ্রান্তির পসরার সামনে ঝোড়ো বাতাস খেয়ে শুয়ে পড়েছে শত শত বছরের বসবাস,
ধ্বংসের পথে ভেঙে পড়া প্রাসাদ
                অতীত চিহ্ন
ঝুঁকিপূর্ণ সব আবহসংগীত ভুঁইচাঁপা ফুলের 
সাথে নড়ে ওঠে,তারপর বায়োস্কোপের ঘোড়া উড়ে যায়
ঝরনার খাড়া ঢাল দিয়ে। মেঘের পদচারণায়,বৃক্ষের শোভাযাত্রায় স্বস্তি আবির্ভূত হয়।
আমরা স্বজন খুঁজে পাই।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ