ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আলো -সঞ্জয় কুমার নন্দী



এখন আলো নেই বস্তিতে
খালের ওপারে...এপারে ঘরে-
নেই আলো আজ ফুটপাতে-


কোটি-কোটি মানুষেরও ভিতরে...বাহিরেও তার 
পদচিহ্নহীন স্পষ্ট নির্দেশও নেই আর
রণক্লান্ত বাতাস আঁধারে আসে 
বসতেও দ্বিধা নরম ঘাসে
এভাবে দিন যায়...যায় রাত-

ধৈর্য হারিয়ে আলো কি ভুলবে তার কাজ!
অসীম আকাশে প্রতীক্ষা 
প্রাসঙ্গিক দৃশ্য...  কিভাবে তৈরি হয়ে যায়!


ফিরে তাকাই 
বিগত ক্যালেন্ডারে দাগ দিয়ে যাই...
আবার ফিরে আসি অক্ষরবৃত্তে
মাস-ঋতু নববর্ষের অনালাপ স্বর...
ঘরে ফেরে —, ডেকে ডেকে ঠিক সেই ভাবে ;


একটা নতুন বছর এসে যায়
ঋত, ঋদ্ধ সন্ধানে... চোখের পলকে 
নতুন আলোকে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ