ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

সন্ধানে -সঞ্জয় কুমার নন্দী


বিস্ময় এই পৃথিবী
সীমাহীন জলরাশি
অসমান মরুভূমি আমি সাত পাক ঘুরছি...

চাঁদ ওই জাগছে
তারা ওই জ্বলছে
কুলু কুলু নদী বইছে
যত কিছু দোষ এই পৃথিবী...

যা সব দেখছি দু-নয়ন মেলে
তার চেয়ে বেশি মনে হয়
অজানাকে মনে হয় সুন্দর...

সূর্যের আলো-উত্তাপে জীবেরই বংশ ওঠে-নামে-বাঁচে
ঋণের বোঝা বাড়ে দীনের দৈন ভারে...
আজ এ দু-নয়ন ইতিহাস —,
তাই হার মানছি।

পৃথিবী হতে মঙ্গল — লাল মাটি আর পাথর মহাকাশে,
শ্বাস-প্রশ্বাসে, সুখ-দুঃখের নেই ইতিহাস...
দখিনা বাতাসে শিশুর হোল্লা 
দুঃখিনী মায়ের করুন চাউনি নেই সেখানে...
তাই দেখছি —
আমি সাত পাক ঘুরছি...

সময়ের তালে, ছন্দে-ছন্দে জাগে নৃত্য..., স্বর্গে স্টেশন
বানায়, পাতালে রেল, মর্তে থাকে বিজ্ঞান —,
অতি বিজ্ঞান এসেছে ঘরে ঘরে —এ কথা সত্য,
সুদূর হিমালয়কে পরাজিত করেছে মানুষ নিশ্চয়...
দুরন্ত হয়ে ওঠা জলরাশি...
দুরন্ত হয়ে ওঠা মরুভূমি...
আর আবরণী পৃথিবী
সবুজ-শ্যামলেও হার মানছে
বিস্ময় হতবাক্ আমি দেখছি...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ