ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

দু-দণ্ড -উৎপল গুহ


এসো দু-দণ্ড বসি, কাছাকাছি পাশাপাশি 
জীবনে কিছুতো কথা সকলেরই বাকি থেকে যায়!
তাই তুমি 'না বলা' কিছু বল, আমি শুনি। 
আমিও বলব কিছু কথা, তুমিও তা শোনো।

তারপর ফুরিয়ে গেলে কথা- - - -
না-হয়  হাতে রেখ হাত, 
আজ এই নীরব সায়াহ্ন মায়ায়
ভুলে যাব সব ধারাপাত।
জানি আমি সব স্মৃতি, সুখের হয় না কোনোদিনও
জীবন তবুও থাকে, খুঁজে নিতে - - -
কিছু ভাল লাগা, কিছু হাসি, কিছু সুখ
ঠোঁটের কোণায় লেগে থাক। 
তারপর না-হয় ফিরে দেখো —
একমুঠো জোছনা আকাশ।

এসো আজ নৈঃশব্দের কাছে —
নিজেদের করি সমর্পণ,  নিকোনো—
উঠোন জুড়ে,শান্তিকে করি আবাহন। 
ভাঙা-গড়া জীবনের - - - 
দু-দণ্ড সময়ের কাছে, ক্ষণিকের —
অবসরে কেন আর রেখে যাব ঋণ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ