.jpg)
তুমি কি এখনও চৌকাঠ পার হ'তে ভয় পাও?
এখনও কি মনে হয়-----
বাইরের পৃথিবীটা বড্ডো অচেনা?
কোথায় যে ঝোপে-ঝাঁড়ে,ইঁট-পাথরের জঙ্গলে,
হিমায়িত অন্ধকারের নির্জনতায় —
ঘাপটি মেরে বসে আছে অজানা বিপদ।
কেমন যেন বাতাস ভারি ভারি লাগে,
মেরুদণ্ড বেয়ে শির-শিরানি— নিম্নগামী হয়।
জানি বন্ধু, জানি----পৃথিবীটা নিশ্চিন্তে —
বসবাসের যোগ্য হয়ে ওঠেনি আজও!
তবুও চৌকাঠ পার করে বাইরে যেতে হয়,
গন্ডী ছাড়াতেই হয়,বেঁচে থাকার অমোঘ শর্তে—
পথের বাঁকে-বাঁকে ছমছম আতঙ্ক উপেক্ষা করে।
এসো বন্ধু,- বাড়িয়ে দিয়েছি এই হাত
ধর শক্ত করে। যতই গভীর হোক ঘনায়মান মেঘ
নামুক তুমুল বৃষ্টি--- কিংবা বজ্রপাত!
ভয় পেও না। কিছু কিছু ভাল লাগা —
চকিত বিশ্বাস, আজও কিন্তু বেঁচে আছে।
আজও ইঁট-পাথরের খাঁজে, সব বাধা ঠেলে
নবীন সবুজের দল--- অঙ্কুরিত হয়।
'কথা না রাখার' এই স্রোত ধারায়-----
কেউ কেউ এখনও তো কথা রাখে!!
1 মন্তব্যসমূহ
এখন পর্যন্ত নিজের লেখা সহ যত কবিতা পড়লাম , আমার মতে সেরা লেখা এটি।
উত্তরমুছুন