ছুটে যাচ্ছে সাপ কেউটে না অজগর পাহাড় বেয়ে সমতলে, হিসহিস ভয় জমে হিম পাথর।
একটা কথা জানা ভালো রোদের থেকে আলো বড়ো, জলের থেকে সৃষ্টি বীজের পরেই মহীরুহ।
কথায় কথায় বেলা বাড়ে রাতের পর নিঝুম
আগুন ক্ষেতে শস্য পোড়ে জমছে শীতের ঘুম।
শব্দমাতাল জীবনমেলা গরম বাজার দরদামে
আমার মধ্যেজ তুমি নেই যখনতখন ঝড় বাণে।
বলবো কি হে ভদ্রজনে সব কথার হয় কি মানে?
1 মন্তব্যসমূহ
বেশ ভালো লাগলো।
উত্তরমুছুন