ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শূন্যতাতে পোষা পাখি -অভিজিৎ হালদার


একাকী শহর এক আকাশ নীরবতা
হঠাৎ পথের মোড়ে দাঁড়িয়ে পাশ কাটিয়ে চলে যায়
এক সমুদ্র শূন্যতাতে পোষা পাখি- রাজার দেশে উড়ে যেতে চাই
শিকড়সমেত উপড়ে ফেলা গাছ নদীর কোনায় কোনায় বেহিসেবির কথা রাঙ্গিয়ে দেয়
সুচিক্কণ চুলের বিষণ্ণ বাতাসে।
শহরের সমস্ত পোষা পাখি বন্দী খাঁচা ছেড়ে উড়ে যায় 
সবুজের বনে কিংবা রঙিন মেঘের দেশে। 
যে পাখি রাজার দেশে উড়ে যেতে চেয়েছিল 
সে পাখি ব্যথাভরা আঁকাবাঁকা নদীর মত হঠাৎ নিখোঁজ হয় 
চাতুরীর দেশ থেকে।

অজস্র বছর ধরে পথ হাঁটছি মানুষীর পথে
যে পাখি উড়ে যেতে চাই বদ্ধ খাঁচা ছেড়ে
সে পাখি খাঁচায় ফেরে না মুক্ত স্বাধীনতার অভাবে।
দীর্ঘ ফসলের রাত্রি উদাসীন রাতের তারা
চেতনার গভীরতা বুঝতে চাই না!
সমস্ত আয়োজন তুচ্ছ হয় রাজার দেশে
যে পাখি রাজার দেশে আসার কথা ছিল
সে পাখি আসে না ডানার চঞ্চলতা নিয়ে।

বছর পেরিয়ে বছর আসে
শাসক বদলায় নীতি বদলায়
দেশলাই বাক্সের ভিতর অতীত স্মৃতি পুড়তে পারে না
রাজার দরবারে! এসমস্ত শূন্যতা পাশ কাটিয়ে চলে যায় শিরা-উপশিরা রজনী
হয়তো সবার অজান্তে রাজার দরবার থেকে নিখোঁজ পাখি উড়ে এসে চলে যায় দূর হতে বহুদূর।
মৃত্যুর দাগে লাগে না রঙ; চোখের নিকটে ভেজা ধাতুর মত রাজার প্রাসাদে
রানীর কথা রাজা শোনে না বলে রাজা হিন্যতেশী।

শহরে শহরে দ্রুতগামী ট্রেন চলে যায় নীরবতায়
মানুষের গন্তব্য ভিন্ন পথে পথে
অবকাশের স্বপ্নে ভরে যায় উড়ে যাওয়া পাখির বদ্ধ খাঁচা
এমনভাবে কি কখনও অপূর্ণ শব্দ পূর্ণতায় ভরে ওঠে!
হয়তো ভরে ওঠে না!!
রাজার দেশে রাজা হারায় জমিদারি
আর মানুষ হারায় পোষা পাখিকে
কেননা শূন্যতাতে পোষা পাখি কখনোই পোষ মানায় না!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ