ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

কবি কাশীরাম -রমেন মজুমদার



শুনেছি কাশীরামে খ্যাত মহাভারত!
তাই গাঁথা কাব্যখানি মাতিল জগৎ;
জটাজালে, জাহ্নবীরে বাঁধিয়া রাখিল
দ্বৈপায়ন ঋষি!--ভারতের পুণ্য-রস;
রাখি বাঁধি শিরে; মনুষ্য-তৃষ্ণার বস-
আহাজারি প্রাণীকুল! করে হাহুতাশ।।

আকুলি-বিকুলি রোদন বঙ্গের প্রাণ!
ভজিল কঠোর তপে গঙ্গে বীর দান-
ব্রততে ভগীরথী;পুজিলা দৃঢ় তপে;
মুক্তিতে সগর-বংশ!করি তপ তবে।।

আনিলা চরণে মা'য়ে পুষ্পপদতলে!
ভগীরথী তপ-ব্রত পূঁজি গঙ্গা জলে।
ধন্য রে নরকুল! জুড়ায় তৃষ্ণা-মন,
গৌরভূমি পুণ্যবান কবি কাশীরাম।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আজকাল সাধু ভাষায় লেখা কবিতাকে কেউ কেউ হয়তো বলবেন , সেকেলে, বা আধুনিক কবিতা নয়। কিন্তু কিভাবে আধুনিক কবিতায় সাধু ভাষাও হয়ে উঠতে পারে চূড়ান্ত প্রাসঙ্গিক ও অপরিহার্য্য টা এই চতুর্দশপদী কবিতা তুলে ধরলো পাঠকের কাছে। বেশ ভালো লাগল।

    উত্তরমুছুন