ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ঋতু শরতে -বিবেক পাল



বর্ষা শেষে শিউলি হাসে ঋতু শরতে 
নীলাকাশে মেঘের তুলোর ওড়াওড়ি,
বালুচরে দোলে কাশফুল,মন জুড়ে আশ্বিন।

দিনশেষে দিগন্তে আলোর ফুলঝুরি
ঝুপ করে নেমে আসা আঁধারে,
সার বেঁধে পাখিসব নীড়ে আসে ফিরে।

সাঁঝের দীপ-শিখা কাঁপে থরথরিয়ে
বেণু-বনের মাথায় জেগে উঠে চাঁদ 
শুক্লা-দ্বাদশীর-----

সারারাত শিশির ঝরে দূর্বাদলে
নীরব নিশীথের সঙ্গী---
রাতভর আলো দেয় মিটিমিটি!

ইচ্ছেরা আজ গল্প বলে আলো-আঁধারে 
ক্রমশ সময় হেঁটে যায় আপন ছন্দে,
কোমল বাতাসে ভেসে আসে সুর আগমনীর!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ভালো লেখা, কিন্তু কবিতা বোধহয় একটু মোড়কে থাকতে চায়, সেই মোড়ক হয় ছন্দের নয়তো ব্যঞ্জনার। কিন্তু এসব ব্যাতি রেখেই এখানে কবি বড়ো প্রাণখোলা আবেগে চিত্রিত করেছেন শরতের। তাই কবিতাটা ভালো লাগার কারণ এখানে অনাবিল আবেগ।

    উত্তরমুছুন