ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বারান্দা -বনশ্রী রায়দাস



এক একদিন চিন চিন করে 
খুব দলা পাকিয়ে বুকের ভিতর, 
অপ্রকাশিত কিছু কথাতীর 
বাণ ডাকে করাঘাত করে
জলের কিনার উপড়ে নিয়ে যায় 
ছড়িয়ে পড়ে গরম তেল কড়াইয়ে।

কেন এত কষ্ট হয়?
যে কোনোদিন নদীর নাম রাখেনি
নতুন করে ডাকেনি প্রিয় নামে
অথচ তার তীব্র তীরে
ঝনঝনিয়ে ওঠে ঘরের খিল।

তুমি পেতে দাও বুকের দূর্বা, সুগন্ধি ফুল 
প্রাণভরে শ্বাস নিতে আসি অনেকদিন পর।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ