তুমি দেখছো কী আমারে
এই মহা বিশ্ব লয়ে
কোন এক প্রান্তরে,ক্ষুদ্র পরিসরে
কেমন দাঁড়িয়ে আছি
যেন সবার উপরে
আজ কত বছর
কেমন সময় যাচ্ছে শুধু'ই গড়িয়ে!
একাকী সঙ্গীহীন নিরালায়
স্মৃতি বিস্মৃতির বেদনার আবেগে
বহে নিয়ে চলেছি কত কথা,কত ব্যথা
ক্লান্ত, অস্পষ্ট অতীতে
পার হওয়া পারাবার
ছবি এঁকে চলছে হৃদয়ে
রয়েছে যা আজও স্মৃতিতে গাঁথা!
স্মৃতি বিস্মৃতির ক্লান্ত অস্পষ্ট আলোড়নে,
জীবন সায়াহ্নে, মায়া বন্ধনে
আজও জাগ্রত আশাম্বিত,সহিষ্ণুনে
সুদূরে পাড়ি দেওয়া দীপ্ত শিখা
সুমধুর স্পষ্ট পরিচ্ছন্ন
তবুও আমি একা
শুধুই একা,থাক'ব আর কত দিনে!
0 মন্তব্যসমূহ