উজ্জ্বল জংলী ফুল ছিল বড় বড় হোর্ডিংএরই নিচে।
ইমারতের সংখ্যা আরো একাধিক
মাথা তুলছিল আকাশকে গিলে।
হৃৎস্পন্দন অস্বীকার করেছিল কালো ধোঁয়া
আর অবিশ্বাসের বিষ।
ইতিবাচকের ছোঁয়া লেগেছিল দলছুট মেঘে।
চোখে শুধু ছিল ঘুমের অসময়োচিত অন্ধকার।
হাইওয়ের গতিতে ছিল
ক্ষণিকের স্বাধীনতার গোপন স্বাদ।
বাসের সিটের পিঠে ফুলের নক্সা।
আবর্তের বাইরে কথাবার্তায় সঞ্চয়ের ইঙ্গিত।
দুইএ যেন ভীষণ মিলমিশ---
আপোষ আর সংস্কার।
আনকোরার রঙ ভুল করেও যদি মেখে নেয় আবেগে।
কিছুটা এদিক কিছুটা ওদিক
কোথাও জলে উপচে গেলেও
অন্যত্র হয়তো বা মিলে যেত ভিত
সুরোভিত সম্ভাবনার।
হয়নি তেমন কিছুই হয়নি।
রাস্তা ক্রমেই হয়ে উঠছিল দীর্ঘতর।
উজ্জ্বল জংলী ফুল ছিল বড় বড় হোর্ডিংএরই নিচে।
তবু চোখে ছিল ঘুমের অসময়োচিত অন্ধকার।
0 মন্তব্যসমূহ