ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

কীট -হাসি বসু



|| এক ||

পাটভাঙা শাড়ি আর লাল টিপ প'ড়ে সেজেছে 
তরল টুপটুপে সান্ধ্য আকাশ, চাঁদের গায়ে 
কখন যেন জ্বর এসেছে, আগুনলাল তার
কপাল। ক্লান্ত ফুসফুস লাল কৃষ্ণচূড়াও।


|| দুই ||

রাজপথে হেঁটে বেড়ায় ছোট বড়ো অজস্র
ঘুণপোকা, সারা বছর বংশ বৃদ্ধি করে আর
ঝাঁজরা ক'রে চলে স্নায়ুতন্ত্র। দোকানিরা
কেনাবেচা করে আলু পটল স্নায়ু সবকিছু।


|| তিন ||

সকালে পুজোর ফুলে পোকা ছিল
ঈশ্বর সেটা দেখতে পাননি।তারপর
পুরোহিতের সজাগ স্নায়ু এক এক ক'রে
বাছতে থাকে সমস্ত কীট, আমৃত্যু.....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ