ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

দ্বারোদ্ঘাটন -মৃণাল বন্দ্যোপাধ্যায়



 সমাজের ওপর তলার  বাবুদের সময় নেই আমার মন পড়ার,
ওদের চাহিদায় সর্বদা শুধুই আমার শরীরের বেহিসাবি খোঁজ
আজ কাল পরশু সকাল সন্ধ্যা প্রতি মুহূর্তে রোজ রোজ।
নীল বোতলের রঙিন তরল আর ফুলের গন্ধের মায়াবী নেশায়,
অন্ধকারে উত্তাল সমুদ্রের তরঙ্গায়িত ঢেউ-এর ওঠা নামায়--
হাল টানে মাঝি ঘর্মাক্ত শরীরের সবটুকু পৌরুষ নিংড়ে ঢেলে,
ছুটন্ত বাষ্প ইঞ্জিনের মতো শ্বাস নেয় পাহাড়ি সুড়ঙ্গের আড়ালে।
মায়াবী মূর্ছনায় ধরা দেয় কয়েক ফোটা জোনাকির আলো,
ঘরের দরজায় কড়া নাড়ে, আবারও বুঝি নতুন কেউ এলো।
দ্বার খোলো ওগো কে আছো তোমার বন্ধ দ্বার তুমি খোলো।
ওগো কে আছো হে মহান আমায় ফিরিয়ে দাও যত আলো,
ওগো কে আছো হে দেবদূত তোমার চরণতলে হতে দাও ধুলো।
কে আছো দূরে আড়ালে অন্ধকারে উজাড় করে দিয়ে তব ঘেন্না--

আমার ছোঁয়ায় তবুও এসে দাও ধরা শরীরী নেশায়,পরিচয় বারাঙ্গনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ