একেকক্ষণ মাথা কুটি।
ভুলটা কার যে গুলিয়ে যায় ...
মনে পড়েনা আমার নামটা যেন কি!
কি অক্ষর দিয়ে শুরু হয়েছিল
পুরানো ক্যালেন্ডারের পাতারাশি,
না কাঁচা সোয়েটারের স্তূপ, বা ঝলমলানো বাবলা রোদের মুখ্যকল্প,
ছাওয়া তাপের জলপাই সভ্যতা... কত কিছু।
আত্মমের প্রদাহ প্রবল
একেবেকে ধেয়ে আসে লাল পাথরের শীতল চাহনি
এইমাত্র পায়ের পাতায় কঠিন শীতলতা ছুঁয়ে বেরোলো,
ভয় গ্রাস করে নিচ্ছে জৈবনিক শরীরটুকুকে।
আরো ঘনঘোর বিলুপ্তির সাইক্লোনে গিলে ফেলছে একটু একটু করে,
সাপের হিসহিসানি শুনতে পাচ্ছি
দেখতে পাচ্ছি না খুব একটা
অকথ্য অত্যাচারে লোপ পাচ্ছে স্মৃতি
মাথায় জোর আঘাত
ধোঁয়ালো আঁধার,
দম আটকে আসে,আর মনে নেই।
0 মন্তব্যসমূহ