ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

কবিতার ভস্ম —সুদর্শন লোধ



|| ১ ||

যদি সম্ভব হয় আবার,

ছিঁড়ে দিও এই কবিতার খাতা;

অর্থহীন প্রতিশ্রুতির জমিতে আগুন দিয়ে

চলে যেও, যেখানে আমি নেই—

আমার প্রতিটি পরমাণুর বিষে

বিষাক্ত সে জমি—আজ পুড়ে যেতে চায়।


|| ২ ||

আসলে শেষ হয়নি কোনোদিন,

যা কিছু শেষ হওয়ার কথা ছিল

আমাদের মধ্যে—জীবিত থেকে গেছে

অলিন্দের ভেতর, ঘৃণার আস্তরণে ঢেকে

থাকা বেরঙিন বিকেলের রোদ—

যদি সম্ভব হয়; এই রোদে গা ভাসিয়ে দিও...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ