ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অদেখা -মহুয়া দাস


দূরের থেকে দেখি, কেবল দেখা নয়

সে এক আচমকা দৃষ্টি

আড়চোখে, দেখি  নিস্পলকে

ভাবি, কেবল এ তো নয় শুধু দৃষ্টি!

এ অনাদি কালের কথা।


সূর্যের প্রথম কিরণ উন্মেষ, জাগায় চেতনার ছোঁয়া

দেখা নয়, কেবল হতবাক দৃশ্য!

মনের দ্বিধা দ্বন্দ্ব কে টুকরো করা আলো।


গভীর  মনে প্রশ্ন জাগলো, কে জানো কি তা?

স্পন্দিত হয় উন্মোচিত করা দৃঢ়তা শৃঙ্খল হও,

বেড়ি ভেঙে বেরিয়ে আসে যেন...

দূর থেকে চেয়ে দেখি, সে অ-দেখাই রয়ে গেলো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ