কে করেছে চুরি?
শ্যালক সে তো রাজার-
দরকার নেই কোন ভাবেই
তার তো কোন সাজার।
কে খেয়েছে ধান?
সে তো রাজার ঝি।
তাকে সাজা দেবার মত
আইন আছে কি?
কে খেয়েছে ঘুষ?
সে তো রাজার ভাই-
তার জন্য সাজার আইন
কোন কিছুই নাই।
কে করেছে চুরি?
সে তো রাজার ব্যাটা।
তার জন্য আইন করে,
কার বা আছে এমন সাহস,
দেখি বুকের পাটা!
কে করেছে চুরি?
স্বয়ং সে তো রাজাই-
কার ক্ষমতা এমন আছে
তাকে দেবে সাজাই!
0 মন্তব্যসমূহ