কী দুঃসাহস---! তুমি তাকিয়েছিলে স্বপ্নের ভিতর, রূপালি জলের ভিতর। স্বপ্ন ছিল, দূরে প্রজাপতি উড়ছিল,সাহসে মত্ত হয়ে অপরূপ সুখ ইন্দ্রধনু হয়েছিল।
আকাশের দিকে তাকিয়ে সূর্যের বন্যায় চোখ ধাঁধিয়ে গেল, তোমার সাহস তখন দুঃসাহস হল গভীর অসীমতায়।সূর্যের আলো জলের ভিতর পৌঁছিয়ে স্বপ্নপুরী দখল করল।কানামাছির মতো ঝাঁপ দিয়ে উত্তাপের স্রোতে আমার কাছে জোয়ার নেমে এলো।
আমার রোজনামচায় স্বপ্নহীন গ্রীষ্ম এলে ভরা বর্ষার অপেক্ষা করি। তোমার সোনালি সৌভাগ্য আর রূপালি দুঃসাহস কালবৈশাখীর ঝড় তাড়িয়ে মৌসুমী বায়ুর সমাবেশ ঘটায় ঐ রূপালি আকাশ আর জলে।
তোমার স্বপ্ন, প্রজাপতির ওড়াউড়ি সব অক্ষয় থাকে।আমার সাহসী-স্বপ্ন রোদ্দুর মাখে আর ঘাম ঝরায়।কখনও মেঘলা আকাশ আনন্দ দিয়েছিল পেখম ছড়িয়ে, ইন্দ্রধনু হয়নি।বিকেলের আকাশে রামধনু দেখেছিলাম।
তোমার দুঃসাহসে বুকের পাটা ভরা ফাল্গুন। আমার সাহসী-স্বপ্ন ভরা বর্ষায় থইথই....
কাগজের নৌকা ভাসাই মায়াবী-জলের স্রোতে,
তুমি মত্ত থাকো অপরূপ সুখ আর সৌভাগ্যে ....।।
0 মন্তব্যসমূহ