ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

পুনর্মিলন -সুনয়ন পাত্র


ক্ষীণ দৃষ্টিতে অপলকে তাকিয়ে রই, 

জরা নীল রঙের তুলির টানে উদ্বর্তন। 

আঁকা হয় শীতল একটা দাগ, 

দেখি আঁকা বাঁকা দাগে অভিসারের পত্তন।


চোখের বালি থেকে কিভাবে--

চোখের মণি হয় ছিটকে যাওয়া চরিত্র সকল; 

আমি তুমি সহ ভেসে যাওয়া সহস্ৰ যুগল!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ