ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

মন-শরীরী -শাশ্বত বোস


জীর্ণ যানের মোহভালে, খাঁচাখানা এগিয়ে চলে|

চাঁদ জোছনে অমল শ্রবণ, মনডালিতে অবগাহন,

সাত মহলা কুঠুরিতে নিত্য দিনযাপন|

কামসাগরে মন ডুবিলে খ্যাপা গা ঝাড়া দেয় “গুরু” বলে,

সাধনপথে পূর্ণশশী, দেখা যাবে ভাগ্যফলে,

প্রেম পিড়িতি নিকাম হলে, পূর্ণ প্রেমসাধন|

মিলন হবে চিরতর, প্রাণে ভজিলে কালার ধন,

নিঠুর কালা, সোহাগ বালা, অন্তরে বসন|

নিকষ কালো অমানিশায়, পূর্ণশশীর রতিকলায়,

ফকিরি কেবল চাঁদের নেশায়, করি অন্বেষণ|

নির্গুণের স্বগুণ পূজন, এক মনেরই সাধন ছলে|

সিন্ধুভারে বিন্দু মাঝে হৃদিপদ্মে শূণ্যালয়ে,

ভাবের ঘরে মুর্শিদ ধন নিরাকারের আধার হয়ে|

জন্মপথে গোলাকারে, জ্যোর্তিভান্ড দরশন ,

নিচের পথের ফটক কষে আলেখ হকে প্রাণের আসন||


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ