নদী জুড়ে নষ্টদের প্রতাপী ঝড়, বায়ুমণ্ডলে রোদের বিলাপ
যুদ্ধবিমানের দাপটে মেঘেরাও আকাশে নিরাশ্রয়
মানুষের মনে ভোগলিপ্সার শকট চলমান
সোনালী ফসলের মাঠে কীটেরা উড়ায় ব্যাধিক্রান্ত ঘুড়ি
রাজপথগুলো ধর্ষিত হয় লোভী নেতার কপটতায়
বোধ কতটা ব্যাধিক্রান্ত হলে নারীর শবদেহও ভোগের সামগ্রী হয়!
উড়নচণ্ডী আকাঙ্ক্ষার বর্জস্তুপে বোধ ক্রমশঃ আক্রান্ত
হীন স্বার্থের অনলে পুড়ে যায় মানবিক পুষ্পকানন
পরিযায়ী পাখিদের ডানায় আজ বুলেটের দাগ
শুদ্ধ বাসনার আঁচল জুড়ে দেখো কেবল কষ্টের জলাধার।
মানুষের বোধ যখন ব্যাধি আক্রান্ত হয়
সভ্যতা মুখ ঢেকে রয় দুর্বোধ্য লজ্জায়।
0 মন্তব্যসমূহ