ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

রাধাখোল বেজে ওঠে -রবীন বসু


 রাধাখোল বেজে ওঠে, কৃষ্ণের বাঁশি

করতলে নীল রং যমুনা চলেছে

মৃদঙ্গ মৃদঙ্গ ওই সমধুর বোল

বেজে ওঠে নীপবনে নূপুরের ধ্বনি

নীলবর্ণ কৃষ্ণকথা অভিসার মাখে

রাধার অনন্ত আর্তি শোনে নাই কালা…

বিরহ বিধুর হল, বিষাদের রং নীল ম্লান

যাপিত দুঃখের কাছে অহর্নিশ হাঁটা।



দূষণে নিমজ্জিত দেশ, সবখানে ভয়

ভেসেছে প্রেমের শিকড় রিসর্ট ভিলেজে

নাবালিকা রক্তে মেশে বলাৎকার ছায়া

অপরাধে নীল হয় আমাদের মুখ

লজ্জার রক্তিম আলো সেও তো উধাও…

রাধাখোল বেজে ওঠে ত্রিকাল তপ্ত

সম্মোহনী নীল রং বাঁচাক জীবন

ওই দেখো কৃষ্ণসখা বাঁশি হাতে সুচারু বিন্যাস!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ