এখনও প্রকাশ্যে আছি,
চারপাশের ভিড় থেকে শিখে নিচ্ছি প্রকৃত নির্জন।
যদিও কিছু-কিছু কাঙ্ক্ষিত দিন এসে গেলে,
এখনও লেখা হয় অপ্রকাশিত আখ্যান।
রোদের গায়ে লেগে থাকা স্মৃতি
এখনও ঠিক ঝরে যাওয়ার মতো নয়।
চরাচরে নেমেছে হলুদ পাতার দিন
ধুলোর সঙ্গী হয়ে তারা কোথায় যেন উড়ে যায়!
এখনও সঙ্গোপনের দুপুর জানিয়ে দিচ্ছে,
যে-কোনো মুহূর্তে আবার ফুটে উঠবে গার্ডেনিয়া।
তবুও কি জীবন আর একরকম নেই বলে,
মাঝেমাঝে বেজে উঠছে ছুটির বাজনা?
0 মন্তব্যসমূহ