কেউ বলে— ' লোকটা নিশ্চিত কবি। '
শব্দের ছক কষে অহরহ,
ছন্দ লেখে ইনিয়ে-বিনিয়ে।
দিকশূণ্যপুরের অসীম শূণ্য থেকে
কুড়িয়ে-বারিয়ে মেঘ নিয়ে আসে।
কখনওবা পাখিদের ডানায় ডানায়
নিয়ে আসে আলোর রোশনাই।
কখনও পিছলে যাওয়া পদ্মপাতায়
টাপুর- টুপুর চঞ্চল রিমঝিম।
কখনও সে বয়ে আনে —
জোছনার মাধুরী মায়া,
একটুখানি সুখ আর অনেকখানি
দুঃখে ভরা এ ধরিত্রীর বুকে!
লোকটা কি সত্যিই কবি?
কত কি স্বপ্ন আঁকে মায়ার কাজলে।
কেউ বলে—'লোকটা নাকি বদ্ধ পাগল।'
বোঝে না দুনিয়াদারি।
চারিদিকে চোরাস্রোত,অন্ধগলি আর
অজস্র অমানবিক মুখ দেখে —
জ্বলে ওঠা পুঞ্জীভূত অপমান,ঘৃণা কিংবা
ক্রোধের আগুন, —অশ্রুজলে ধুয়ে,
উর্ধমুখে হাত বাড়িয়ে বলে------
' যীশু, ওদের তুমি ক্ষমা করে দিও
ওরা যে জানে না------- '
লোকটা কি শব্দছকে অন্তঃমিল খোঁজে,
স্বপ্ন গভীরে খোঁজে সুর গুন-গুন
কিংবা শান্তি খোঁজে—অশান্তির জতুগৃহে!
কে লোকটা------?
তোমাদের মত আমারও খুব
জানতে ইচ্ছা করে।।
0 মন্তব্যসমূহ