জীবনের সিলেবাসহীন অভিযানে
তোমাকে নিয়ে আর কতটুকু বসন্ত বিলাস নামা?
রক্তের ভিতর ইচ্ছে অনিচ্ছে
রাগ অনুরাগ শিউলির অভিমান
নিবিড় কুয়াশা জানে।
নাটোরের বনলতা ভালবাসতে জানে
যমুনাবতী যথা কম নয়।
জয়দেব- পদ্মাবতী লায়লা-মজনু
মীরাবাঈরা জানত কি পরিণতির কথা?
পলাশের রং মাখে যে আকাশ
কৃষ্ণচূড়ার অনুরাগে মাতে সুবাতাস।
কিছুটা সময় যদি আরও ওড়াতে লাবণ্য কেশ আর সুরভিত আঁচল।
0 মন্তব্যসমূহ