অনুমতি নিয়ে দুঃখে জড়িয়ে দিলে পাপ হয় কি ?
অনুমতি দিয়ে দুঃখ জড়িয়ে নিলে
তাতে পাপী হওয়ার মৌন উল্লাস থাকে কি ?
হয়তো না
কক্ষনোই না হয়তোবা ,
দুঃখরা কষ্ট দেয় আর কষ্টরা যন্ত্রণা
পাপ কেও করে না !
কিন্তু কর্মফল ? – কর্মফল যে সবাইই পায় !
যারা জানে না তারা বোঝে না যে
যারা বোঝে তারাই জানে শুধু । এইসব —
এ কেমন বিচার !
অন্ধ –
অনুমতি নিয়ে দুঃখে জড়িয়ে দিলেও পাপ হয় !
দুঃখী হওয়ার অধিকার নেই আর ?
সুখী করার অধিকার ! নেই কারও
দুঃখের স্বাধীনতা নেই সুখের পরাধীনতার জন্যে !
এইসব ভাবা ভুল
এ পথ চিরদিন রয়েছে এইখানে
এ দরজা খোলা চিরকাল ।
0 মন্তব্যসমূহ