ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অনুমতি নেই -কৌশিক বিশ্বাস

 অনুমতি নিয়ে  দুঃখে  জড়িয়ে দিলে  পাপ হয় কি ?

অনুমতি দিয়ে  দুঃখ  জড়িয়ে নিলে 

তাতে  পাপী হওয়ার  মৌন উল্লাস  থাকে কি ?

হয়তো না 

কক্ষনোই  না  হয়তোবা ,

দুঃখরা কষ্ট দেয়  আর  কষ্টরা যন্ত্রণা

পাপ  কেও  করে না !

কিন্তু  কর্মফল ? – কর্মফল যে  সবাইই পায় !

যারা জানে না  তারা বোঝে না  যে  

যারা বোঝে  তারাই  জানে শুধু । এইসব —

 

 

এ কেমন বিচার !

অন্ধ –

অনুমতি নিয়ে  দুঃখে জড়িয়ে দিলেও  পাপ হয় ! 

দুঃখী হওয়ার  অধিকার  নেই আর ?

সুখী  করার  অধিকার ! নেই কারও 

দুঃখের  স্বাধীনতা নেই  সুখের  পরাধীনতার জন্যে ! 

 

 

এইসব ভাবা ভুল 

এ পথ  চিরদিন রয়েছে  এইখানে 

এ দরজা  খোলা চিরকাল ।

সূর্য পোড়া সুবাস  আর  চাঁদ জ্বলা সুগন্ধ 
আলো উষ্ণতার  মোহ  হিম হাড়ে
এইখানে চিরকাল ,
অমাবস্যা আসার কোনো বালাই নেই 
কোনো  অন্ধকার রাত্রি  আসার 
অনুমতি নেই – এইখানে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ