ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

হাইওয়েতে -প্রতীক মিত্র

 হাইওয়েতে আকাশ যেভাবে ঝুঁকে থাকে দিগন্ত জুড়ে বঙ্কিমে

প্রশ্নগুলোকেও যদি পেতাম সেভাবে বাধ্য সংযত।

দিন দিনের মত রাত রাতের মত বেশ তো চলছে

নিঃসঙ্গ ছাদের দোলনাটা স্বস্তির হাওয়ায় বেশ দুলছে।।

অস্তিত্বের অসহায়তায় খালি পাতাগুলো এভাবেই যদি ঘেমে

যেতে থাকে অনায়াস অনবরত...

সামলে নিতে গিয়ে দেখি কার্ণিশ বড় পিছল শ্যাওলা ধরা!

কয়েক পা’ বাড়ালে, চেনা চৌকাঠ পেরোলে নড়ছে

যে দাঁত নিচের মাড়িতে তারই মতন অপ্রাসঙ্গিকতা জড়ো করা

প্রাসঙ্গিকতার সাথে।

মুহুর্তগুলো হেলায় কেটে যায় যাতে

ঘষা কাঁচ দিয়ে বাইরে দেখেছি সার্থকতার কার্পাস উড়ছে।

সব গুছিয়েও দেখেছি চোখের কাছে অন্ধকার আসছে নেমে!

সব জায়গায় মাথা ঝুঁকিয়েও দেখেছি 

ঢুলুনিতে বিশ্বস্ততা সবচেয়ে বেশি বাড়ছে।

তাই এখনো মনে হয়

আমার থেকে দুরে রেখে সংশয়

প্রশ্নগুলোকে যদি পেতাম ওই রকমই বাধ্য সংযত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ