ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আমি এখন অনেক পরিণত -দীপায়ন নাথ

সবই-তো নিঃস্ব করে চলে গেছো।

শুধু রেখে গেছো ঠুকরে খাওয়া শরীরে,

কিছু বাজপাখির নখরের বর্বরতা।

আমি এখন অনেক পরিণত।

টুকরো- টুকরো হতাশায় আর ভেঙে পড়ি না।

বিন্দু-বিন্দু মনখারাপে,

একাকী চোখের কোণ ভেজাই না।

চোয়ালটা এখন অনেক শক্ত।

ধরো, তোমার দেওয়া বিচ্ছেদের যন্ত্রণার মতোই।

নগ্ন বুকে আর সেই মুগ্ধতা নেই।

যার আন্দোলনে  একদিন মাতাল হয়েছিলে তুমি,

সেখানে এখন এক সমুদ্র পাথর চাপা কান্না।

প্রেমিকা শরীরে প্রেমের খরা।

আমি এখন অনেক পরিণত।

বিচ্ছেদের কালিমায় ফিকে হয়েছে,

কাঁচের বোয়ামে  আগলে রাখা প্রথম ভালোবাসা।

আমি এখন অনেক পরিণত।

তোমার করা উপেক্ষার ন্যায়।

শিরদাঁড়া বেয়ে জোয়ার আসে,

তবে শিরদাঁড়া কাঁপে না।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ