বিধিবদ্ধ রেশনের দোকানে বিলি হয় রাজনীতির পণ্য
উচ্ছাস বিলি হয় রক্তাক্ত সাঁকোর উপর সম্প্রদায় নিয়ে বিস্তর গোলযোগের জল নিচে বহে
উপলব্ধির জাগরনে নক্ষত্রেরা মিটিমিটি হাসে
রাষ্ট্রযন্ত্রের প্রচ্ছন্ন মদতে বদল হয় ইতিহাসের পৃষ্ঠা
উদাসীন সমাজে ঢুকে পড়ে আততায়ী ঝড়
ইতিহাসের নিয়ে পূর্বজন্মের সাধের সাজানো হয় ধূসর মানবিকতার রক্তাক্ত আধার মূর্খ আবেগ নিয়ে পথসভা করি বোধিবৃক্ষের তলায়।
0 মন্তব্যসমূহ