ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ঝরণা দুনয়নে -মোনালিসা রায়

 ঝরণা দেখেছি পাহাড়ের বুকে

  প্রকৃতির নানা সাজেতে

ঝরণা দেখেছি রোদের ঝিলিকে

   চাঁদের শুভ্র হাসিতে,

ঝরণা দেখেছি পাতার পরে

  ছল্ কে পড়া রৌদ্র - ছায়া খেলাতে।

ঝরণা দেখেছি জলের স্রোতে

  পুকুরে, নদীতে, সমুদ্র কিংবা বালুরতটে।

ঝরণা দেখেছি সদ্য ফোটা পূর্ণিমা রাতে 

 ঝরণা দেখেছি অমাবস্যার 

        গহণ গভীর রাতে। 

 ঝরণা দেখেছি বাদল ধারাতে

     শারদ মেঘের ভেলাতে,

ঝরণা দেখেছি ঝড়ের রাতে

    ম্যানগ্রোভের প্রতিরোধে

প্রেয়সী হাওয়ার মুখোমুখি চুম্বনেতে, 

  ঝরণা দেখেছি অব্যক্ত 

           ভালোবাসার অঙ্গনে 

  না-বলা যতেক বাণীতে।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ