আমার একটা ভালোলাগার পূব বারান্দা আছে।
সেখানে রেলিং নেয়,দিনের প্রথম উষ্ণতা;
এক কাপ গরম চায়ের আলতো ছোঁয়ায়।
বেতের মোড়ায় খেলা করে চিকচিকে রোদ,
মেঝে জুড়ে শুধুই দোয়েল বুলবুলির অবাধ আনাগোনা; সারাটা দিন জুড়ে প্রায়।এ বারান্দা
সূর্যের অস্ত দেখে না কোনোদিন। শুধু অনুভব করে,আবছা চাঁদের আলোয়, সূর্যের অনুপস্থিতি!
0 মন্তব্যসমূহ