ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

পূব বারান্দা..... - অমিত কুমার সাহা

 আমার একটা ভালোলাগার পূব বারান্দা আছে।

সেখানে রেলিং নেয়,দিনের প্রথম উষ্ণতা;

এক কাপ গরম চায়ের আলতো ছোঁয়ায়।

বেতের মোড়ায় খেলা করে চিকচিকে রোদ,

মেঝে জুড়ে শুধুই দোয়েল বুলবুলির অবাধ আনাগোনা; সারাটা দিন জুড়ে প্রায়।এ বারান্দা

সূর্যের অস্ত দেখে না কোনোদিন। শুধু অনুভব করে,আবছা চাঁদের আলোয়, সূর্যের অনুপস্থিতি!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ