তোমার বেণীর প্রান্তে,
কখন গেঁথেছিনু একটি গোলাপ
তোমার মনের অজান্তে।
গোলাপে ছিল আমার মনের সাড়া
ইঙ্গিত পেয়েছ কি তার
তোমার হৃদি মাঝারে?
আমি তো বেশ বুঝতে পারি
তোমার উপস্থিতি
জলে, স্হলে, আকাশে
অঙ্গনে, তোমার চলনে
কাঁকন চুড়ির কঙ্কনে,
চিক্ ন হাসির শানে,
যখন ভেসে আসে বাতাসে
তা প্রতি ক্ষণে ক্ষণে।
তোমার মনের মাধুরী মিশায়ে
আমার হৃদয় মন্দিরে।।
0 মন্তব্যসমূহ