ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আশ্রয় -সুমিত মোদক

 রাতের গভীরে দাঁড়িয়ে রাতের গভীরতা মেপে নিতে পারি 

মালকোষ রাগে ;

মায়ের বুকে মুখ গুঁজে ঘুমায় দুধের শিশু ;

 

জ্যোৎস্না মেখে নেয় খাজুরাহ-মিথ ;

ভাস্কর্য থেকে এক এক করে বেরিয়ে আসে

এক একটি জীবন ;

 

রাতের নিজস্ব শব্দ নিয়ে, শব্দের মালা গেঁথে নিতে শিখে গেছি এখন ;

সে কারণে ঝাঁকে ঝাঁকে জোনাকি এসে আশ্রয় নেয় মস্তিষ্কে ;

 

একটু একটু করে উঁকি দেয় ভোরের ঘ্রাণ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ