শেষপর্যন্ত ছুঁইইনি৷ অর্থাৎ ছুঁতেই পারিনি৷
এভাবে ছোঁয়া যায় কি! যায়না৷ অথচ পিছনে দৌড়ই শুধু ৷
ঘোড় দৌড়৷ বেকার, ঘোড়ার চাট খাই৷ রগ ফুলে যায়৷ ধূর৷
তারচে চলো বাজাই ঢাক৷ নিজের৷ নিজের৷ শরৎ এসেছে —
নিমেষে মেলাই স্তুপ মেঘ শুভ্র কাশে অপু দুর্গা !
কিন্তু ঝড় ওঠে সঙ্কটে সন্ত্রাসে, ঘোর রাত৷ দুর্বিসহ বায়ু৷
ত্রাসের দুন্ধুভি শুনি, ঘুম ভেঙে যায়
কাদায় ডুবছে পা,মুহুর্তে কেঁপে উঠছে আফগানিস্তান৷
0 মন্তব্যসমূহ