চারদেওয়ালের বাইরেই যত আলো,
ঘরের ভিতর তীব্র অন্ধকার,
মস্তিষ্কের প্রতিটা কোষ
তখন ভিনগ্রহের জোনাকি,
তাদের গা থেকে লাভা
গড়িয়ে পড়ে স্নায়ুখাদে।
তিমির নিষ্প্রভ চোখ জ্বলজ্বল করে,
ঠিকরে আসে আগুন,
ফিনকি দিয়ে রক্ত,খুঁজে নেয় মেরুদন্ড।
জেদ, ইচ্ছে...
দাবানলে ঝলসে যাওয়ার ইচ্ছে,
মাংস বিহীন একটা কঙ্কাল
বুকে জাপটে ধরার ইচ্ছে,
পৃথিবীকে টেনে টেনে চ্যাপ্টা বানানোর ইচ্ছে,
লোহার বেদিতে কাটাছেঁড়া ঠোঁট রেখে
সফলতার চুম্বন এঁকে দেওয়ার ইচ্ছে...
না...
সে ব্যর্থ হয়নি!
সে দেখেছিল,
একমাত্র সেই দেখেছিল
প্রথম....
এই পৃথিবীর শুরু ও শেষ।
0 মন্তব্যসমূহ