কবিতাকে কল্পনায়
এনেছি মনের আয়নায়,
ভালোবেসে যাবো চলে
সুদূরের ঠিকানায় ।
হোক ভাষা দুর্বোধ্য,
তবুও থাকবে সেথায়
সহজ সরলতা।
তীক্ষ্ণ দৃষ্টিতে শুধুই
চেয়ে থাকা,
মনের কল্পনায় ছবি
এঁকে যাওয়া।
আনন্দ অথবা যন্ত্রণার
মুহূর্তের দিন গোনা,
কল্পনার আয়নায়
বাস্তবতার ছাপ।।
0 মন্তব্যসমূহ