ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

গাছ -জয়েস কিলমার

গাছের মতো সুলোলিত কবিতাদের কখনোই দেখিনি আমি, দেখবোও না বোধয়।

একটি গাছ যার ক্ষুধার্ত মুখ 

পৃথিবীর সুগঠিত স্তনযুগলের মাঝে আবদ্ধ;

একটি গাছ যে সারাদিন বিধাতার প্রাণে চেয়ে আছে অবিরাম,

এবং প্রার্থনার পথ চেয়ে যার নিবিড় বাহু উত্তোলিত;

গ্রীষ্মে একটি গাছ- মাথায় রাখা  রবিনের নীর;

যার বুকে বরফ হেলান দেয়;

যে গাছ বৃষ্টির সাথে ঘড় করে।

কবিতা, সেতো আমার মতো বোকাদের কাজ,

কিন্তু হে পরম প্রিয় বিধাতা, একমাত্র তুমিই পারো একটা গাছের জন্ম দিতে।


অনুবাদক- সুজয় দাস


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ