আমি সমুদ্র দেখিনি কোনোদিন,
যা দেখেছি,তা তোমার চোখ।
যার মাঝে এক বিরাট সুড়ঙ্গ আছে,
কিন্তু এর ঠিকানা শুধু আমার জানা।
যখন হাঁপিয়ে ওঠা পৃথিবীতে,
আর মানিয়ে নিতে না পেরে,
ছিঁড়ে কুটোকুটি করি নিজেই নিজেকে,
প্রমান করতে,আমি ঠিক কতটা লোভী!
তখন,
আঙ্গুলগুলো ইশারা করে ওই দু চোখে,
যার অতল গভীরে আমি তলিয়ে যাই,
খুব ধীরে ধীরে...অন্য এক পৃথিবীতে,
নিখোঁজের সমানুপাতিক সূত্রে!
0 মন্তব্যসমূহ