ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বিদ্রোহ জানে না -শুভ দত্ত

চন্দ্র ক্ষণিক অপেক্ষায় অপেক্ষারত

রজনী আসবে,

মিঠে আকাশের আঙিনায়

রাঙিয়ে তুলবে নিজেকে সে।

পূর্ণ প্রেমিকের ম্লানতা সারা দেহে।


দূরত্ব বহু,

আকর্ষণ দেখি দুনয়নে,

নিঝুম ইশারায় কিছু ব্যথা জানান দেয়

মিলন উঁকি দেয় নীরব ইশারায়,

গভীর নিস্তব্ধতায়।

 

বহুকাল, বহুক্ষত নিয়ে

আকাশের নরম বুকের মাংসে

তোমার বেদনার হাহাকার যায় শোনা।

ক্ষতরা ক্লান্ত হয়ে পড়ে

ছুঁড়ে মারা বিদ্রোহের বাণী শুনে।

 

কাঁপা কণ্ঠ দীর্ঘ স্রোত আনে বয়ে।

নির্লজ্জের মতো ভালোবাসি বলে

বিদ্রোহ করে,

ঢেউয়ে তবু ভাঙে না কূল

কেবল কালো কালি বলে ঘোষনা করে।

 

মোচড়ানো নগ্নতায়

বিদায়ের দুয়ারে তোমার স্বপ্ন,

আছড়ে ফেলা শুষ্ক চেতনা

শুন্য মরুভূমি জুড়ে খেলা করে।

বোধ হয় বিদ্রোহ জানে না!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ