আমাদের একটা শৈশব ছিল, যেখানে না পাহাড়ার শাসন ছিল। কাদামাখা ফুটবল ছিল,
শীতের সকালে ক্রিকেটের হল্লা ছিল।
কালবৈশাখীর বিকেলে আম পাড়ার ধুম ছিল,
বর্ষার হাঁটু জলে কাঁধে কাঁধ মিলিয়ে মশারি নিয়ে মাছ ধরার অব্রাচিন আনন্দ ছিল।
শীতের সকালে খেজুর গাছে উঠে রস পাড়ার স্নিগ্ধতা ছিল,
ছিল কুলের আচার, ঘুড়ি ওড়ানোর মলিনতা।
আমাদের একটা শৈশব ছিল, যেখানে কৃষ্ণচূড়ায় ভর করে বসন্ত আসত।
ন্যাড়া পোড়ায় বুড়ির ঘর পুড়তো। মন খারাপে আবিরের রঙে রাঙা ছিল।
আড়ি-ভাব ছিল।
আমাদের একটা শৈশব ছিল, যেখানে না পাহাড়ার শাসন ছিল। প্রাপ্তি ছিল অনেকটাই।
কোন দুপুরে কোন এক রাজার বাড়ির সন্ধান ছিল।
আমাদের একটা শৈশব ছিল, যেখানে রামধনু রঙে জীবনের রঙিন স্বপ্ন চলতো।
0 মন্তব্যসমূহ