ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ফার্স্ট ট্রেনের মানুষ -উদয়ন চক্রবর্তী

আমার নিজস্ব নৌকাটা বেঁধে রেখেছি

আমার নিজস্ব নদীর ঘাটে

ও দোল খাচ্ছে সোনালী রুপালি ঢঙে 

আমি প্যাঁচ কষছি পরবর্তী সুযোগের 


নদীর পশ্চিম পাড়ে আর একটা নৌকা 

সেটা তার একান্তই নিজস্ব ছিল 

এ নদী ছেড়ে সে অন্য নদীর কাছে গেছে 

তরঙ্গের মধ্যে এখন এ নৌকা নিঃসঙ্গ একা


ছাদের কার্নিস থেকে ঝাপ মারল কেউ 

শক্ত মাটিতে রক্তারক্তি রক্তের আলপনা 

কাকেরা এসে মুছে দিল সে রক্ত যত্ন নিয়ে 

রক্তের দাগ ধরে রাখলো বিষণ্ন পৃথিবী 


শেষ ট্রেন লোকটাকে নামিয়ে দিয়ে গেল 

সিগন্যালের আলো গুলো নেশা করেছে

গুটিকয়েক লোক চলে গেলে সে বসে রইল একা

ফার্স্ট ট্রেনের মানুষের মুখ দেখবে বলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ