ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

মধুমাস -প্রবীর কোনার

 উত্তুরে হাওয়া চলে গেল দক্ষিণে,

শীতের কুয়াশা বিষণ্নতায় ঢাকা;

প্রজাপতি কীট স্বদেশী বিহঙ্গ,

ফুলে মগডালে মধুমাস ছবি আঁকা।।

 

পাতা খসে খসে হলুদেরা গেল চলে,

দোখনো বাতাস ভীষণ আন্তরিক;

নবীন সৃজন ফুলে পল্লবে নামে,

রিংটোনে বাজে বসন্ত সংগীত।।

 

ঝাউবন থেকে অশোক বনের ভিড়ে,

পারুল শিমূল শিশিরের হিন্দোল;

নস্টালজিক মনকেমনের মাঝে,

হীরা চুনি আর পান্নার হিল্লোল।।

 

বনবিতানের রঙ্গিন বল্কলে,

কৃষ্ণচূড়া পলাশরা দেয় উঁকি;

কিশোর কিশোরী পুলকিত মন নিয়ে,

ফুলের আগুনে নিয়ে ফেলে জোর ঝুঁকি।।

 

এ আগুন মানে অপেক্ষা করে থাকা,

পার্কের ধারে হার্দিক অর্পনে;

এ আগুন মানে শত পুষ্পের কোলাজ,

আলগোছে প্রেম মনের দর্পনে।।

 

বেশ তো উড়ছে বনে বনে ফুলে ফুলে,

রেণুর উড়ানে নূতনের আল্পনা;

ভাষায় লিপিতে আমন্ত্রনের সুর,

হোলির আবিরে দিকে দিকে প্রার্থনা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ