গতকাল ঝড় উঠেছিল। আজ তার কিছুই নেই।
নিভাঁজ রোদ্দুরে টানটান আফিম পলাশ।
তার গায়ে বসা পাখিটির ডানায় লালের চিহ্ন নেই।
ক্লান্ত সবুজ।কলম খুঁজতে গিয়ে দেখি পুরনো কবিতার পাতায় পাতায় উইএদের পিকনিক।
কতদিন কবিতা লিখিনা!
গতকাল ঝড় উঠেছিল। আজ তার কিছুই নেই।
নিভাঁজ রোদ্দুরে টানটান আফিম পলাশ।
তার গায়ে বসা পাখিটির ডানায় লালের চিহ্ন নেই।
ক্লান্ত সবুজ।কলম খুঁজতে গিয়ে দেখি পুরনো কবিতার পাতায় পাতায় উইএদের পিকনিক।
কতদিন কবিতা লিখিনা!
উৎস ই-পত্রিকা
contactus.utso@gmail.com | utso
মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
|
এপ্রিল ২০২৪ সংখ্যার লেখক,
আলোকচিত্রকর ও চিত্রকরসূচী |
দেখতে ক্লিক করুন (১২ই এপ্রিল বিকেলের
পূর্বে লিংক কাজ করবে না)
|
এপ্রিল ২০২৪ সংস্করণ |
পড়ুন(১৫ই এপ্রিল বিকেলের
পূর্বে লিংক কাজ করবে না) |
0 মন্তব্যসমূহ