এভাবেই ক্রমশঃ নিঃসঙ্গ হয়ে পড়ে মানুষ....
ভোরের
বাতাসে শৈশবের ধারাপাত
দ্বিপ্রহরের
এক ঝলক রোদ
বালকের
দেখা ঘাট ঝুঁকে পড়ে
নদীগর্ভে
শূন্য হয়
সময়ের ঘর
একে একে
সরে যায় স্পর্শশিত আসবাব
অনবরত
স্রোতের টানে ফুরিয়ে এলে কথা
পড়ে থাকে
তার ছেঁড়া
একতারার মিথ্যে খোলস
রৌদ্র
-ছায়ায় খেলতে খেলতে
এক সময়
হারিয়ে যায়
নিজেরই
ছায়া
গোপন
নির্জনতায় মানুষ তখন ভীষণ একা.....
0 মন্তব্যসমূহ