ছাপোষা মানুষ ইনক্রিমেন্টের
নেশায় বুঁদ,
উইকএন্ড পার্টি সফট-হার্ড
ড্রিংক উন্মত্ত যৌবনের নেশা
কোমরে আঁশটে হাত খোঁজে
আদিমতা-
পার্স চুরি ফিরতি পথে পাঁচশোর
চোরের কপালে লাথি,
বস তোমার টাকাই চুরি করে
প্রোমোশন দিচ্ছে
রাঘব বোয়ালদের আনলিমিটেড খুন
মাফ।
তেলা মাথায় ঘি ঢেলে ইউরোপ
ট্রিপ মন্দ কি?
রাতভোরে বেহিসেবি টলমল পা
লজ্জা লুকিয়ে সোওওওজা শাওয়ারের তলায়-
আয়নায় কে ও,ভাল আছে তো?
এত সুখের আয়োজনে চোখের তলাটা
বেশি ফোলা না?
বিবেকের তন্দুরি বানিয়ে খেয়ে
নিয়েছি পেটপুরে
আর কি চাই?
0 মন্তব্যসমূহ