এই দিন পাশে আছে, অথচ নেই যেন
আমি হেঁটে যাচ্ছি দূরে, আমার ছায়াও
অদ্ভুত রহস্য মাখে আড়াআড়ি দিন
কোথাও উঠছে ধোঁয়া, পুড়ছে দেহ মন
অন্তর্গত চোরাটান উৎসুক উন্মুখ…
এই দিন পাশে আছে, অথচ নেই যেন
ফেরিঘাট ভেসে যাচ্ছে প্রবল স্রোত
অভিমুখ অনির্দেশ আপত্তিকর যাত্রা
ন্যাড়া মাঠে ছুটে চলে অন্ধকার ঘোড়া
লাগাম অদৃশ্য তাই গতিবেগ ছোটে
শূন্যের দূরত্ব বাড়ে, ম্যাজিক দ্যোতনা
পড়িমরি এই হল আমাদের ভবিতব্য
চিলেকোঠাঘরে বদ্ধ নিষিদ্ধ শরীর
তবু ঘুড়ি কেটে যায় সুতোহীন লাটাই
সম্পর্ক স্রোতের টানে ভেসেছে নোঙর…
1 মন্তব্যসমূহ
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই। সুন্দর সংখ্যা হয়েছে।
উত্তরমুছুন