ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

তিনটি কবিতা -সুদর্শন লোধ




বিষ


কিছু মানুষ—
সজ্ঞানে তোমায় পান করে গেছে,
আর কেউ; অজান্তে।
তবে আজ আমি বুঝতে পারছি
আমার মধ্যে তুমি প্রথম থেকেই ছিলে—
আমিও যে বিষাক্ত!


পথিক


সেই কোন অধিযুগ হতে
আমি হেঁটে গেছি—এ পথে;
দিনশেষে যখন গন্তব্যে আসি,
তখন খেয়াল হলো, এ গন্তব্য আমি চাই নি;
আমি যা চেয়েছিলাম—
তা ঐ ফেলে আসা পথের বুকেই গেঁথে রয়েছে।


কুকুর


এক বেওয়ারিশ কুকুর আমি—
খুঁড়ে চলেছি শেষ রক্তবিন্দু দিয়ে,
একমুঠো ভালোবাসা যদি পাওয়া যায়!
নির্জন ফুটপাথের বুকে—আলো-আঁধারিতে;
আমি আজ সভ্যতার দ্বারা পিষ্ট।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ