ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আবাহন - সুজয় দাস

 


শিশির ভেজা গন্ধ মেখে আমার বাড়ি আসিস,

ঘাসফড়িং এর পেখম মেলা স্বপ্ন দেবো তোকে-

এক দুফালি ইচ্ছে দেবো যত্ন করে রাখিস।

মেঘ বালিকার হৃদয় ছোঁয়া স্পর্শ দেবো,

একটা দুটো শব্দ দেবো বাঁচার মতন,

সোহাগ করে হাত বুলিয়ে দেখিস।

 

নীলের নেশায় পাগল আমার ইচ্ছে গুলো তোকেই দেবো,

তোকেই দেবো জোনাকি আলো,

আদুরে ভয়ের গা ছম ছম।

স্বর্ণ কেশী স্নিগ্ধা মেয়ে, শরীর জুড়ে আদর মেখে আমার ঘরে আসিস।

দুহাত ঢেলে কাব্য দেবো,

দূর বনানীর ছায়া দেবো,

মস্ত একটা আকাশ দেবো।

মাদুর খানা বিছিয়ে দেবো তোকে।

 

মায়ের মতই দেমাক ভারী মেয়ে,

হৃদয় ছোঁয়ার গল্প নিয়ে আমার কাছে আসিস।

ঘাসফড়িং এর পেখম মেলা স্বপ্ন দেবো তোকে-

এক দুফালি ইচ্ছে দেবো যত্ন করে রাখিস।


 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ